বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা তথ্য জানায় যে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে— তালেবান হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণ নিয়েছে।
এর আগে বুধবার লস্কসরগাহের আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টার্স লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়।
হেলমান্দ প্রদেশের সংসদ সদস্য নাসিমা নিয়াজী বলেন, বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স দখলে নেয় তালেবান। এ সময় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন।