স্ট্রাসবুর্গের সাথে কাঙ্ক্ষিত জয় তুলে নিল পিএসজি নেইমার-মেসি সহ বড় তারকাদের ছাড়াই । ঘরের মাঠে তারা জিতেছে ৪-২ গোলে।
পার্ক দি প্রিন্সেসে মাউরো ইকার্দির গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ২৫তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ব্যবধান হয় দ্বিগুণ। হতাশা কাটিয়ে ওঠার আগেই তৃতীয় গোল হজম করে স্ট্রাসবুর্গ। তৃতীয় গোলের স্কোরার ইউলিয়ান ড্রাক্সলার।ফার্স্ট হাফেই তিন গোলের লিডে থাকা পিএসজির জালে বল ঢুকে সেকেন্ড হাফের শুরুতে। কেভিন গামেইরো গোল করার পর স্ট্রাসবুর্গের হয়ে দ্বিতীয় গোলটি আসে লুদোভিক আজোকের পা থেকে। শেষদিকে ১০ জনের দলে পরিণত হয় স্ট্রাসবুর্গ।