ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীর জনক শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫আগষ্ট) সকালে ১০টার সময় ধামরাই উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ¦ বেনজির আহম্মেদ।তিনি তার সংক্ষিপ্ত বক্তবে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্ম না হলে এই দেশের জম্ম হত না ।এর পর তিনি আর ও বলেন পচাঁত্তরের ১৫ আগষ্টের এক রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ীতে নৃশংসীয়ভাবে হত্যা করা হয়ে ছিল জাতীর জনক বঙ্গবন্ধু ও তার পরিবারকে।গড়তে দিলেন না তার স্বপনের সোনার বাংলাকে। এর পর তারই সুযোগ্য কন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা উদ্দেশ্য ১৯বার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাংলার রোপকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা আল্লাহর রহমতে বেঁচে গেছেন। সর্বশেষ গ্রেনেড হামলা চালিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে মারার চেষ্টাও তাদের বিফল হয়েছে।তবে গ্রেনেড হামলা চালিয়ে কত নেতাকর্মীর প্রাণ সেদিন ঝড়ে গেছে। তাই আমাদের একটাই দাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ও ২১ আগষ্ট যারা গ্রেনেড হামলা চালিয়েছে তাদের মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। অন্যদেরমমধ্যে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেখ নরুল আলম চয়ন,ধামরাই পৌর আওয়ামী-লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব ¦ গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সোহানা জেসমিন,ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমানসহ উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।