ঢাকার ধামরাইয়ে নীলাচল পরিবহনের যাত্রীবাহি একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ ইসমাইল হোসেন(৪২)নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে বলে জানা গেছে। গত কাল সোমবার (১৬আগস্ট) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কুল্লা ইউনিয়নের জয়পুরা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ইসমাইল হোসেন সুতিপাড়া ইউনিয়নের বারপ্ইাখা গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়, জয়পুরা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে নীলাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এতে ইসমাইল হোসেন নামে একজন গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন মিলে গুরুতর অবস্থায় ইসমাইল হোসেনকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে গেলে ইসমাইলের অবস্থা আশস্কাজনক দেখে তারা সাথে সাথে তাকে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে রের্ফাড করে। ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মুত বলে ঘোষনা করেন। এই বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ করিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইসমাইল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দূর্ঘটনাকবলিত নীলাচল বাস ও অটোরিকশা আটক করা হয়েছে।