ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ,আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগাহারে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের ঘাঁটিতে । কাবুলে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলায় কাবুল হামলার পরিকল্পনাকারী এক আইএস সদস্য নিহত হয়েছে।
বিবিসি ও সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা।মার্কিন বিমান বাহিনী কর্তৃক পরিচালিত এ হামলায় কোনো বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ওয়াশিংটনের। এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, শুক্রবার আইএস এর বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে কাবুল হামলার পরিকল্পনাকারী এক আইএস সদস্য। এক সহযোগীসহ গাড়িতে যাচ্ছিলেন তিনি। সেসময় ড্রোন হামলা চালায় মার্কিন সেনারা। কাবুলে আরও বড় হামলার পরিকল্পনায় জড়িত ছিল ওই আইএস সদস্য, এমন দাবি পেন্টাগনের।