“মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার “এই প্রতি প্রাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তার উদ্দ্যোগে বজ্রপাত নিরোধক এর জন্য তালের (বীজ) চারা রোপন করা হয়েছে।
আজ সোমবার (৩০আগস্ট) সকাল ১০টার সময় ধামরাই ঢুলিভিটা থেকে কালিকৈর আঞ্চলিক সড়কে বজ্রপাত নিরোধক এর জন্য দুইহাজার তালের চারা রোপন করা হয়। তবে পর্যায়ক্রমে ধামরাই উপজেলার ১৬ইউনিয়নের রাস্তাঘাটে বজ্রপাত নিরোধক তালের চারা রোপন করা হবে। তালের চারা রোপনে উপস্থিতি ছিলেন,ধামরাই উপজেলার সাবেক যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)হোসাইন মোহাম্মদ হাই জকি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, ধামরাই উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন, কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানসহ কৃষি বিভাগের সকল অফিসার। তালের চারা রোপন শেষে উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, বাংলাদেশে বর্তমানে বজ্রপাতের কারণে বহু লোকের মৃত্যু হচ্ছে। সরকারী নির্দেশ অনুযায়ী বজ্রপাত নিরোধক করার জন্য রাস্তার পাশে তালের চারা রোপন করা হচ্ছে।এছাড়া তালের চারা রোপনের কারণে রাস্তার পাশ সহজে ভাঙবেনা। এতে করে একদিকে বজ্রপাত নিরোধক হবে অন্যদিকে মানুষের বিভিন্ন কাজে আসবে তালগাছ। পরিশেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী-লীগের নেতাকর্মীরা গাছের চারা রোপন করেন সেই সাথে বর্তমানে বজ্রপাতে আমাদের দেশে বহুমানুষ মারা যাচ্ছে। সেই বজ্রপাত নিরোধক এর জন্য আজ ধামরাই ঢুলিভিটার আঞ্চলিক সড়কে দুইহাজার তালের চারা রোপন করা হয়েছে। তবে কৃষি অফিসারের এই মহতি উদ্যোগকে স্বাগতম জানিয়েছে ধামরাই বাসি।