ঢাকার ধামরাইয়ে যাদবপুর ইউনিয়নে যাদবপুর গ্রামে ইউএনও এর হস্তক্ষেপে যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণী ছাত্রী মায়িসা আক্তার মীম বাল্য বিবাহ থেকে মুক্তি পেয়েছে। গতকাল রোববার (২৯আগস্ট) দিনগত রাত ১০ টার সময় ধামরাই উপজেলা যাদবপুর গ্রামে বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকায় বাসিসুত্রে জানায়ায়. যাদবপুর ইউনিয়নের আমরাইল দেলুটিয়া গ্রামের ফালু বেপাড়ীর ছেলে সেনা সদস্য আব্দুল আলীমের সাথে একই ইউনিয়নের যাদবপুর গ্রামের মোশারফ হোসেনর মেয়ে মায়িসা আক্তার এর সাথে বিয়ের আয়োজন করে।
পরে উপজেলা ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি এসে বাল্য বিবাহ পন্ড করে দেন। এই বিষয়ে ধামরাই উপজেলা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন. রোববার দিনগত রাত ১০ টার সময় এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি যাদবপুর গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ অনুষ্ঠিত হচ্ছে। সাথে সাথে সেখানে গিয়ে বাল্য বিবাহটি পন্ড করে দেই এবং মেয়ের বাবাকে বলি ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেন না। যেহেতু সরকার বাল্য বিবাহ বন্ধ করেছে