ঢাকার ধামরাইয়ে জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল প্রায় হাজার লোকের গণ ভোজের আয়োজন করিয়াছেন মিলন কান্তি রায়। সোমবার(৩০আগষ্ট)বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের গাংগুটিয়া বাজারে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ,ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাকু, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান (লাল্টু), গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন কান্তিরায়সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।