ঢাকার ধামরাইয়ে জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ের নান্নার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল পরে সাধারণ মানুষকে গণভোজ করিয়াছেন।
সোমবার(৩০আগষ্ট)বিকেলে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নান বাজারে এ আলোচনা সভা,দোয়া ও গণ ভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ,ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাকু,উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদকও সানোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান(লাল্টু),নান্নার ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন,আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতাই ছিলেন নান্নার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ ফেরাজী।