ঢাকার ধামরাইয়ে পাওনা টাকা দিতে না পারায় নির্যাতন করায় সিদাম(৪০) নামে এক ব্যাক্তি গলায ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট রিশি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সিদাম চৌহাট গ্রামের ক্ষেত মোহনের ছেলে। ভুক্তভোগি সুত্রে জানাযায়. আজ সকালে চৌহাট গ্রামের নাজিমুদ্দিন সিদামের মা ও স্ত্রীকে ডেকে তার বাড়ীতে নিয়ে পাওনা(৪৫) হাজার টাকা চায়। তখন সিদাম বলে আমি এখন টাকা দিতে পারবো না। আমাকে কিছু দিন সময় দিতে হবে। তখন নাজিমুদ্দিন রেগে গিয়ে বলে তোর এখনি টাকা দিতে হবে। এখন টাকা না দিলে তোর বউকে রেখে দিব। তাকে পতিতালয়ে বিক্রির করে টাকা উঠাবো। এই কথা শুনে সিদাম দৌড়িয়ে বাড়ীতে গিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এর পর সিদামে মা ও বউ তাকে চৌহাট বাজারে খুঁজাখুঁজি করে না পেয়ে বাড়ীতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। পরে তারা সিদামকে ডাকা ডাকি করে সাড়া শদ্ধ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে সিদাম গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। এই বিষয়ে কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রর উপ- পরিদর্শক (এসআই) মোঃ মজিবর রহমান বলেন. চৌহাট গ্রামে সিদাম নামে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি মানসিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে নাকি।