শুক্রবার (০৩ সেপ্টেম্বর) চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। ওইদিন থেকে শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে।তিনি আরো বলেন আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “আমাদের ছুটি আমরা গত সভায় ১১ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছিলাম। আমরা এখন আশা করছি আগামী ১২ সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক খুলে দিতে পারবো, ইনশাআল্লাহ।”করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরমধ্যে কয়েকবার চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এরপর থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন সংশ্লিষ্টরা।