ধামরাইয়ে অবৈধভাবে চলা দুটি মেডিকেল সেন্টার বন্ধ। ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ- ঢাকার আদুরে ধামরাই উপজেলা সেখানে অবৈধভাবে কাগজ পত্রহীন সেবা মেডিকেল সেন্টার ও সেফলাইফ হাসপাতাল নামে দুটি হাসপাতালকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে।এই তথ্যটি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা। আজ বুধবার(৮সেপ্টেম্বর)দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ্ইসলামপুর সেবা মেডিক্যাল সেন্টার এবং ঢুলিভিটার দক্ষিণ পাশে বউবাজার এলাকার সেফলাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে কাগজ পত্রহীন অবৈধভাবে চলা দুটি হাসপাতালের সকল কার্যক্রম পররবতী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন,অবৈধভাবে দীর্ঘদিন ধরে সেবা মেডিক্যাল সেন্টার এবং সেফলাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে বিভিন্ন অভিযোগ আসে আমাদের কাছে।সেই অভিযোগের বিত্তিতে আজ তদন্ত সাপেক্ষে দুটি মেডিক্যাল সেন্টারের সকল কাগজপত্র জব্দ করা হয়েছে।আর পররবতী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেডিক্যাল সেন্টারের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।এই সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদুল হক তিতাস, সেনেটারী ইন্সপেক্টর আব্দুর রহিম।