চলতি সপ্তাহেই সৌদি আরব থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্যাট্রিয়ট সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ,এগুলো সরিয়ে নেয়া হয় বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এপি জানায়, সম্প্রতি বেশ কয়েকবার হুতি বিদ্রোহীদের হামলার শিকারও হয় দেশটি।
মিসাইল ব্যবস্থা সরিয়ে নেয়ার কথা স্বীকার করেছে সৌদি সরকার। এক বিবৃতিতে রিয়াদ জানায়, নিজেদের ভূমি, সাগর, আকাশ ও নাগরিকদের সুরক্ষার ক্ষমতা আছে সৌদি আরবের। তবে যুক্তরাষ্ট্রকে এখনও মিত্র হিসেবে উল্লেখ করে দু’দেশের সুসম্পর্ক অটুট আছে বলে জানায় রিয়াদ। বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি ব্যর্থ হওয়ায় ওই অঞ্চলে এমনিতেই উত্তেজনা বিরাজ করছে।