1. admin@dailysunrisebangla.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন

আন্তর্জাতিক বাজারের সংগে সমন্বয় করে এলপিজি’র দাম নির্ধারণ করে বিইআরসি

দৈনিক সানরাইজ বাংলা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ বার পঠিত

গত সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই শুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউশন এবং রিটেইলার চার্জ ইত্যাদি বিষয়ে গণশুনানি করা হবে। উল্লেখ্য, আদালতের নির্দেশে গত ১২ জানুয়ারি প্রথমবারের মতো এলপিজি নিয়ে গণশুনানি করে কমিশন।

এরপর ১২ এপ্রিল প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারের সংগে সমন্বয় করে এলপিজি’র দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজি’র দাম সমন্বয় করে আসছে বিইআরসি। কিন্তু এলপিজি’র মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউশন চার্জ এবং রিটেইলার চার্জ ইত্যাদির দর বিষয়ে একমত না হওয়ার কারণে ব্যবসায়ীরা এই দাম মানছিলো না। তাই বাজারেও এই দামে এলপিজি বিক্রি হচ্ছিলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park