ঢাকার ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রাম এলাকা থেকে ১২৫ গ্রাম গাঁজা ও ৮পিচ ইয়াবাসহ মোঃ মোস্তফা (৪৮) ও আয়সা খাতুন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ধামরাই থানা পুলিশ। গতকাল(১৩সেপ্টেম্বর)দিনগত রাতে বড়চন্দ্রাইল গ্রামে অভিযান চালিয়ে মাহাতাব বেপাড়ীর বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।ধামরাই থানার (এসআই)মোঃ রাসেল মিয়া তথ্যটি নিশ্চিত করছেন। আটককৃত মোস্তফার বাড়ী ধামরাই কুল্লা ইউনিয়নের বাড়ীগাঁও এলাকার মৃত তফিল উদ্দিনের ছেলে, আয়সা খাতুন বড়চন্দ্রাইল গ্রামের মোঃ আক্কাস আলী স্ত্রী।