সংসার শুরু করলেন নতুন করে সংগীত শিল্পী ইভা আরমান। রবিবার (১৯ সেপ্টেম্বর) ইভা’র গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভা নিজেই সংবাদমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বরের নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।
এর আগে রবিবার রাতে নতুন স্বামীর সংগে ছবি প্রকাশ করে ইভাকে শুভেচ্ছা জানান কণ্ঠশিল্পী রবি চৌধুরী। এরপরই অনেকেই তাঁকে শুভ কামনা জানাতে থাকেন বিয়ের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে ইভা বলেন, আমার নামের শেষে আর রহমান বলবেন না। আমি এখন থেকে ইভা আরমান।
এটি ইভা’র দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেছিলেন। দীর্ঘদিন সংসার করার পর চলতি বছরের ৪ জুন মাহফুজুর রহমানের সংগে তাঁর বিচ্ছেদ হয়। ১৭ সেপ্টেম্বর ডিভোর্স সার্টিফিকেট হাতে পান ইভা।