ঢাকার ধামরাইয়ে ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপে সঞ্জিত রাজবংশী (২০) নামে এক মাছ ব্যবসায়ী আত্মহত্যা করেছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সঞ্জিত রাজবংশী ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বীরেন রাজবংশীর ছোট ছেলে। পেশায় সে মাছ বিক্রেতা ছিল। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ক্রিকেট খেলায় বাজিতে হেরে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলো। অনেকেই তার কাছে টাকা পেতো। কিন্তু টাকা পরিশোধে ব্যর্থ হচ্ছিলো সে।
একপর্যায়ে গত কাল বিকেলের দিকে নিজের ঘরে আড়ার সঙ্গে ওড়নায় ঝুলো আত্মহত্যা করে সে। এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মনির হোসেন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ধামরাই থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।