বিএনপি রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকায় ধীরে ধীরে ২০ দলীয় জোট ছাড়তে শুরু করেছে শরিক দলগুলো। ইতোমধ্যে কওমি মাদরাসাভিত্তিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত খেলাফত মজলিসও বিএনপি ছাড়লো।
শুক্রবার (০১ অক্টোবর) মাওলানা মোহাম্মদ ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের সর্বোচ্চ পর্ষদ মজলিসে শুরার বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে চারটি শরিক দল বিএনপির জোট ছেড়েছে। ২০১৬ সালের ৭ জুন বিএনপির জোট ছাড়ে মুফতি ফজলুল হক আমিনীর প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট। ২০১৮ সালের ২৬ অক্টোবর ২০ দলীয় জোট ছেড়ে যায় লেবার পার্টি। ২০১৯ সালের ৬ মে ২০ দল ছাড়ে বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির আন্দালিব রহমান পার্থ। সবশেষ গত ১৪ জুলাই জোট ছেড়ে যায় জমিয়তে উলামায়ে ইসলাম।