ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ঢাকা বিভাগের পাঁচ জেলাসহ খুলান ও বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদগুলোতে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে, তার মধ্যে ঢাকা জেলাধিন ধামরাই উপজেলার আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থীদের ও নাম ঘোষণা হয়েছে। গত শনিবার রাতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গনভবনে দলের স্থানীয় সরকার মনোয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন মনোয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামীলীগের সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।
সভার স্বিদ্ধান্ত অনুযায়ী ধামরাই উপজেলার আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থীদের নামের তালিকা ঃ
চৌহাট ইউনিয়ন ——————— মোঃ আনোয়ার হোসেন।
আমতা ইউনিয়ন ——————–মোঃ আরিফ হোসেন।
বালিয়া ইউনিয়ন ——————– মোঃ মজিবর রহমান ।
যাদবপুর ইউনিয়ন —————— মোঃ আঃ মজিদ ।
বাইশাকান্দা ইউনিয়ন ————– অধ্যাপক মোঃ মিজানুর রহমান মিজান ।
গাংগুটিয়া ইউনিয়ন ———- ——মোঃ আব্দুল কাদের মোল্লা ।
সানোড়া ইউনিয়ন ———— —–মোঃ খালেদ মাসুদ খান লাল্টু
সোমভাগ ইউনিয়ন ————— মোঃ আজাহার আলী ।
ভাড়ারিয়া ইউনিয়ন —————- মোঃ শাহ আলম ।
ধামরাই ইউনিয়ন —————— মোঃ শাহাবদ্দিন ।
কুল্লা ইউনিয়ন ————— —–কালীপদ সরকার ।
সুয়াপুর ইউনিয়ন —————– মোঃ কফিল উদ্দিন ।
রোয়াইল ইউনিয়ন ————— মোঃ কাজিম উদ্দিন খান ।
নান্নার ইউনিয়ন ———– ——-মোঃ আবুল বাশার ।