ঢাকার ধামরাই উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সোমবাগ ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আজাহার আলীর মোটরসাইকেল শোডাউন আনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১অক্টোবর) বিকালে ধামরাই ডাউটিয়া এলাকায় থেকে শুরু করে বানেশ্বর. ডাউটিয়া হয়ে দেপাশাই. জয়পুড়া দিয়ে সোমবাগ পরিষদে দিয়া। আজাহার আলীর মাছের আরদে গিয়ে শেষ করে। ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান উপজেলা আওয়ামী- লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক আজাহার আলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কা নিয়ে মানুষের মন জয় করেছে।
এদিকে শতাধিক মোটরসাইকেল ও কয়েকশ হ্যালো বাইক নিয়ে নেতাকর্মীদের সমর্থনে ডাউটিয়া থেকে ইউনিয়নের প্রতিটি গ্রামের আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল শোডাউন করেছে। এতে সোমবাগ ইউনিয়নের আওয়ামী লীগ. যুবলীগ. ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে শোডাউনে অংশগ্রহণ করেন। এই সময় শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা নৌকার মাঝি হিসাবে সোমবাগ ইউনিয়ন পরিষদের পূর্নরায় চেয়ারম্যান দেখতে চাই। শোডাউন শেষে ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান উপজেলা আওয়ামী- লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আজাহার আলী বলেন.আমি নৌকার মাঝি হয়ে সোমবাগ ইউনিয়ন পরিষদে আপনারা আমাকে দুইবার ভোটে নির্বাচীত করে সোমবাগ ইউনিয়নের দায়িত্ব দিয়েছে। আমি আপনাদের সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করে ইউনিয়নের উন্নয়ন করছি। একটি ডিজিটাল পরিষদ হিসাবে গড়ে তুলেছি। আপনারা পূর্ণরায় আপনাদের মূল্যেবান ভোট দিয়ে পরিষদে বাকি উন্নয়ন কাজ করার সুযোগ দিবেন। সেই সাথে মাদক. সন্ত্রাস. চাঁদাবাজ. বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে দোয়া ও সমর্থন চাই ।