ধামরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ৫ম দ্বি বার্ষিক নির্বাচন আগামী ২৩ অক্টোবর, ২০২১ ইং শনিবার । নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের ব্যস্ততা আর পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ধামরাই উপজেলা শহর আর আশপাশের এলাকা।
জানা গেছে, প্রেসক্লাব নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিজয়ী হওয়ার জন্য ব্যাপক প্রচার, ভোট ও দোয়া চাওয়ার মধ্য দিয়ে দিন পার করছেন। ভোটারদের সঙ্গে দিনে-রাতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
এদের মধ্যে জনাব মোঃ আব্দুর রউফ অর্থ ও দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ।জনাব রউফ সাহেব দৈনিক সানরাইজ বাংলা কে বলেন , আমি অর্থ ও দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছি। প্রেস ক্লাবের সম্মানিত সদস্যদের কাছে ভোট এবং সহযোগিতা কামনা করছি। প্রেস ক্লাবের মর্যাদা কে প্রতিষ্ঠিত করতে চাই। প্রেস ক্লাবের সম্মানিত সদস্যদের মর্যাদাকে পূর্ণ- প্রতিষ্ঠিত করবো । আমি সাংবাদিকদের কল্যাণে কাজ করার সুযোগ চাই । শ্রদ্ধেয় বড় ভাইদের গড়া এই প্রেস ক্লাব কে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন।