সাইফুল শাওন: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের কয়েকটি জেলার বিভিন্ন মন্দিরে-মণ্ডপে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে ।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রতিবাদী শিক্ষার্থীরা। এতে করে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে টিএসসি এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে শাহবাগে আসেন অনেক শিক্ষার্থী । এই মিছিলে জগন্নাথ হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের সংখ্যাই বেশি ছিল। এ সময় শিক্ষার্থীদের ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’, ‘মন্দিরে হামলা কেন প্রশাসন জবাব চাই’- এ জাতীয় স্লোগান দিতে শোনা যায়।