ঢাকার ধামরাইয়ে সতন্ত্র প্রার্থীর ওপর হামলা ও মারধরের ঘটনায় মোঃ আজিজ (৩৫) নামের এক আওয়ামী লীগ প্রার্থীর কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ (২৮ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ১ টার সময় ধামরাইয়ের কালামপুর বাজার থেকে প্রার্থীর কর্মীকে আটক করা হয়। এরআগে, গতকাল বুধবার (২৭ অক্টোবর) রাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বানিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ সকালে সতন্ত্র প্রার্থী প্রভাষক মোঃ আওলাদ হোসেনের ভাই নুরুজ্জামান বাদী ২৯ জনের নাম উল্লেখ করে ৫০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়৷ আটক আজিজ আওয়ামী লীগের নৌকার প্রার্থী আজাহার চেয়ারম্যানের কর্মী। সে বানিশ্বর এলাকার বাসিন্দা৷
ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, গতকাল রাতে একটি মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে একটি অভিযোগ হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।