আসন্ন গাংগুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী,সমাজসেবী ও নারীনেত্রী রেহেনা আক্তার বক প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।
প্রচার-প্রচারণায় সাড়া পাচ্ছেন ব্যাপক ভাবে। সাধারণ ভোটাররা তাকে পছন্দের প্রতীক বক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতিও দিচ্ছেন।
এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে ও নির্যাতিত নারীদের পাশে থেকে কাজ করতে চান রেহেনা আক্তার
গাংগুটিয়া ইউনিয়নে ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী রেহেনা আক্তার জানান,আমি বিগত দিনে এলাকার নারীদের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করেছি। আমি নির্যাতিত নারীদের পাশে থেকে কাজ করতে চাই। নির্বাচিত হলে এলাকার নারীদের স্বাবলম্বী করতে এবং এলাকার উন্নয়নে কাজ করব।
আপনি রেহেনা আক্তার মহিলা মেম্বার পদে নির্বাচিত হবেন বলে কতটুকু বিশ্বাসী? এমন এক প্রশ্নের জবাবে তিনি দৈনিক সানরাইজ বাংলা কে জানান,আমি বিগত দিনে মানুষের যেকোন ডাকে সাড়া দিয়েছি । এলাকার নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়েছি। তাই এলাকার মানুষ আমাকে তাদের সেবা করতে বক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
মহিলা মেম্বার রেহেনা আক্তার গাংগুটিয়া ইউনিয়নে ৭,৮,৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া,সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন।