গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত দেশে ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছে, এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২১১ জন।
আজ(৩১ অক্টোব্র)রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।সবশেষ ২৪ ঘণ্টায় মোট ১৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ২২।গত ২৪ ঘণ্টায় যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুই ও খুলনায় একজনের মৃত্যু হয়েছে। অন্য বিভাগগুলোতে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৬৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ২৭৬ জন সুস্থ হয়েছেন।