ঢাকার ধামরাইয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় ধামরাই পৌরসভার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ধামরাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিক আনোয়ার শফি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০(ধামরাই) এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী সওকত হোসেন শাহীন, ঢাকা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ, ঢাকা-২০ ধামরাই এর সংসদ সদস্যোর একান্ত সচিব বিল্লাল হোসেন প্রমূখ। এ সময় বক্তারা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় ৪ নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও দোয়া-মাগফেরাত কামনা করেন।