ঢাকার ধামরাইয়ে অসহায় ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের ধারা বজায় রাখার জন্য ২৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর নিজ গ্রামে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন নিজ গ্রামের মানুষের মাঝে অসহায় ও দরিদ্র পরিবারের জীবন মান উন্নয়নের জন্য এই সেলাই মেশিন বিতরণ করেন। ধামরাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেন বলেন, আমি শুধু সেলাই মেশিনই নয় এলাকার মসজিদ মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অসহায় শিক্ষার্থীদের মাঝে সব সময় সহায়তা করে অাসছি। এছাড়া করোনা ও বন্যার সময় অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করেছি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে এলাকার প্রতিটি অসহায় মানুষের পাশে থাকবো। সেলাই মেশিন বিতরণের সময় এলকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।