ঢাকার ধামরাইয়ে পোশাক শ্রমিকবাহী একটি চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার (১৪ নভেম্বর) রাতে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকার ধামরাই ফায়ার সার্ভিস অফিসের পাশে এঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, পোশাক শ্রমিকবাহী হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাস নবীনগরের দিকে যাচ্ছিলো। বাসটি কসমস এলাকায় পৌছলে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা সানরাইজ বাংলা কে বলেন, আমরা পাঁচ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়-ক্ষতির পরিমান পরে জানানো হবে।এ ঘটনায় দ্রত বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী হালকা আহত পায়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যান।