র্যাবের পোষাক পরে টিকটকে ভিডিও বানিয়ে নারীদের ব্ল্যাক মেইল করার অভিযোগে রাজ ওরফে রাকিব নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব জানায়, রাজধানীর একটি হোটেলে নিরাপত্তাকর্মীর কাজ করেন রাকিব। বিশ্বাসযোগ্যতার জন্য আইন্খশ্নৃঙ্খলা বাহিনির বিভিন্ন পোশাক পরে ভিডিও তৈরি করতেন রাকিব। এসব ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে মানুষকে আকৃষ্ট করতেন। তাঁর ফেসবুক পেজে কয়েক লাখ অনুসারী রয়েছে। ভিডিও তৈরির নামে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন রাকিব।একপর্যায়ে নারীদের ব্ল্যাকমেল করে অর্থ আদায় করতেন তিনি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, র্যাব ও বিজিবির ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও বানিয়ে নারীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন রাজ ওরফে রাকিব । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।