কোভিডের কারণে চিপ সংকটের খবর নতুন নয়। এবার চিপের এই সংকট হানা দিয়েছে আইফোনে।অ্যাপলের প্রধান টিম কুক বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার কারখানাগুলোতে কোভিডের কারণে আগের প্রান্তিকেই অ্যাপলের আয় কমেছে প্রায় ৬০০ কোটি ডলার। চলতি প্রান্তিকের আয়ের হিসাবে বড় ধাক্কার আশঙ্কায় প্রতিষ্ঠানটি।
ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশা অনুযায়ী আইফোনের বাজার চাহিদা নেই। ২০২১ সালে ৯ কোটি আইফোন-১৩ উৎপাদনের পরিকল্পনা করলেও সেই পদক্ষেপ থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।
সূত্র বলছে, অন্য বছরগুলোতে নতুন আইফোন উন্মোচনের পর প্রায় আট কোটি লাখ ইউনিট আইফোন তৈরির উদ্যোগ নিয়েছিলো প্রতিষ্ঠানটি। কিন্তু এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেশি নিলেও, চিপ সংকটে তা কমাতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।জানা গেছে, চলতি বছর নতুন আইফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯ কোটি ইউনিট থেকে আট কোটি ইউনিটে নামিয়ে এনেছে অ্যাপল