২১ বছর পর ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র এই খেতাব এবারো পেয়েছেন এক পাঞ্জাবি সুন্দরী। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবের লারা দত্ত।
রবিবার রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম ‘মিস ইউনিভার্স’এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ভারতের পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ সিন্ধু।
২১ বছর পর খেতাব এল ভারতে। আর এবারও খেতাব জিতলেন এক পঞ্জাবী সুন্দরীই। তার আগে পেয়েছিলেন বাংলার মেয়ে সুস্মিতা সেন। তৃতীয় ভারতীয় হিসেবে ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হলেন হারনাজ সিন্ধু।