সাইফুল শাওন: আসন্ন ৫ জানুয়ারি আমিনবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রকিব আহম্মেদ এর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এই পথ সভা সম্পন্ন হয়।
নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পৃথিবীর রাষ্ট্রনায়কদের মধ্যে এক আলাদা অবস্থানে উঠে এসেছেন শুধুমাত্র তাঁর দূরদর্শিতার কারণে। আর সেই মানুষটি আপনাদের আমিনবাজার ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদে নৌকা প্রতীক দিয়েছেন মোঃ রকিব আহম্মেদকে। এখন এই ইউনিয়নের উন্নয়নের জন্য হলেও আপনাদের উচিৎ হবে নৌকা প্রতীককে আগামী ৫ জানুয়ারির নির্বাচনে জয়যুক্ত করা। কারণ ভালো কাজের সাথে থাকা সকলের নৈতিক ও ঈমানী দায়িত্ব।
প্রধান অতিথি এসময় সকলের প্রতি করজোড়ে মোঃ রকিব আহম্মেদ এর জন্য আসন্ন নির্বাচনে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কনকচাঁপা কণা, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ।