ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার সময় ধামরাই উপজেলা মাঠে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ধামরাই উপজেলার বিভিন্ন স্কুল এন্ড কলেজের ছাত্র- ছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ষ্টোল নিয়ে বিভিন্ন বিষয়ে প্রদশন করেছেন।
মেলার উদ্বোধনে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সোহানা জেসমিন মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুর রহমানসহ প্রমুখ।