ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান দায়িত্ব পালন গ্রহণ করে নিজ অর্থায়নে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ৩শ কম্বল বিতরণ করেছেন।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদে হতদরিদ্র অসহায় মানুষের কম্বল বিতরণ করেন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় তিনি বলেন,আমার ইউনিয়নের জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে তাই আমার ইউনিয়নের কোন গরীব অসহায় হতদরিদ্র মানুষ না খেয়ে থাকবে না। কোন মানুষের সমস্যা থাকলে আমাকে বলবেন আমি সমস্যা সমাধানের চেষ্টা করবো। এসময় আরও উপস্থিত ছিলেন,৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলাউদ্দিন, ৭ং ওয়ার্ডের মেম্বার মোঃ আতিকুর রহমান,৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুল সালাম,৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ মহসিন,১,২,৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসম্মৎ মোমেনা বেগম।