ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোঃ মিনহাজ উদ্দিন (৬০) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর বাটার গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। মিনহাজ উদ্দিনের বাড়ী ধামরাই পৌরসভার ঘরিদার পাড়া মহল্লার। মৃত সুন্নত আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়, মিনহাজ উদ্দিন সকালে ধামরাই বাজারে সবজি বিক্রি করে ধামরাই টু গুলিস্তান গাড়ী ডি লিংকে চরে ঢাকায় মেয়ের বাসায় যাইতে ছিল।
ডি,লিংক গাড়ীটি ঢুলিভিটা থেকে ছেড়ে ইসলামপুর বাটার সামনে পৌছালে পুর্ব দিক থেকে বেপোয়ারা গতিতে একটি ট্রাক বাটার গেটের সামনে এসে ডিলিংক গাড়ীটিকে অভারটেক করতে গিয়ে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মিনহাজ উদ্দিন মারা যান।এই ঘটনায় মিনহাজ উদ্দিনের বাড়ীতে চলছে শোকের মাতম। এই বিষয়ে সাভার হাইওয়ে থানার (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, ঢুলিভিটা থেকে ছেড়ে আসা একটি ডি,লিংক যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ গামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মিনহাজ উদ্দিন নামে একজন লোক মারা যান।এই ঘটনায় বাসটি জদ্ধ করা গেলেও ট্রাকটিকে আটক করা যায়নি।