সাইফুল শাওন: আসন্ন ৫ম ধাপের নির্বাচনে সাভার উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন দুটি ইউনিয়নে।
বুধবার (০৫ জানুয়ারী,২০২২) ৫ম ধাপের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিতরা হলেন- সাভার সদর ইউনিয়নে নৌকা প্রতীকে সোহেল রানা, আশুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে শাহাবুদ্দিন মাদবর, শিমুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে এবিএম আজহারুল ইসলাম সুরুজ, পাথালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়নে নৌকা প্রতীকে সৈয়দ আহমদ ভূঁইয়া, ভাকুর্তা ইউনিয়নে নৌকা প্রতীকে লিয়াকত হোসেন, আমিনবাজার ইউনিয়নে নৌকা প্রতীকে রকিব আহমেদ, বিরুলিয়া ইউনিয়নে আনারস প্রতীকে সেলিম মন্ডল, কাউন্দিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে সাইফুল আলম খান এবং তেঁতুলঝোড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফখরুল আলম সমর।