ঢাকার ধামরাইয়ে স্থানীয় জনসাধারণের গবাদিপশু ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা,কৃমিনাশক ও অসুস্থ্য গবাদিপ্রাণী ও হাঁস- মরগীর চিকিৎসা সেবা পদান করা হয়।এছাড়া গরু মোটাতাজাকরণ বিষয়ক পরামর্শ প্রদান, ঘাস চাষ,গবাদিপ্রাণী পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদিপ্রাণীর সাধারণ রোগের লক্ষণ এবং প্রতাকার বিষয়ে পরামর্শ পদান করে আরভি এন্ড এফ ডিপো এবং মিলিটারী ফার্ম এর আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চলের ব্যবস্থাপনায় প্রাণী সম্পদের সহযোগিতায় গবাদি পশু হাঁস-মুরগীর ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সকাল ১১ টার সময় ধামরাই উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে গবাদি পশু হাঁস- মুরগীর চিকিৎসা দেওয়া হয়। উপস্থিত ছিলেন, কর্নেল মোহাম্মদ হারুণ আল রশিদ অধিনায়ক মিলিটারী ফার্ম সাভার, লেঃ মোঃ আকতারুজ্জামান আরভিএফসি,লেঃ কর্নেল মোঃ মোশফেকুজ্জামান খান, কর্নেল মোঃ তুহিন হাসান, ঢাকা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম, ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সেলিম জাহান, কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানসহ প্রমুখ পরিশেষে গবাদিপশু সহ হাঁস মুরগীর টিকা প্রদান করেন লেঃ মোঃ হারুণ রশিদ।