ধামরাই উপজেলার লাইসেন্স বিহীন অবৈধ ৯টি করাত কলের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছেন উপজেলার বন- কর্মকর্তা।
আজ সোমবার(১৭জানুয়ারী)সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়নে অভিযান পরিচালনা করে অবৈধ ৯টি করাতকলের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ধামরাই উপজেলার বন-কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন,ধামরাই বিদ্যৃৎ জোনের ডিজিএম মোঃ মাহমুদ ফয়সাল,কালামপুর জোনের ডিজিএম মোঃ নোমান,কুশুরা জোনের ডিজিএম মোঃ বেলাল এবং বিদ্যুৎ লাইনম্যানেরা উপস্থিত ছিলেন ।
ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ২টি,সোমবাগ ইউনিয়নের ২টি,ধামরাই সদর ইউনিয়নের ২টি এবং যাদবপুর ইউনিয়নের ৩টি অবৈধ করাতকলের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়। ধামরাই উপজেলার বন কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন বলেন, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৯টি অবৈধ করাত কলে অভিযান চালানো হয়েছে। এই সব লাইসেন্স ছাড়া অবৈধ করাত কল যাতে না চালাতে পারে সেই জন্য তাদের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে। তিনি আর বলেন,পর্যায়ক্রমে ধামরাই উপজেলার সব অবৈধ করাত কলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।