1. admin@dailysunrisebangla.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন

ধামরাইয়ে পরিত্যক্ত ভিটায় থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ আব্দুর রউফ,ধামরাই (ঢাকা)প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ২৬২ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে একটি পরিত্যাক্ত ভিটা থেকে মোঃ সিদ্দিকুর রহমান (৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

গতকাল রাতে (২৩জানুয়ারী) ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামের মোশারফ হোসেনের পরিত্যক্ত ভিটায় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সিদ্দিকুর রহমান এর বাড়ী ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামের মৃত অলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, গতকাল বিকাল অনুমানিক ৫ টার সময় বাড়ী থেকে বের হয়ে যায়। পরে এলাকার লোকজনের কাছ থেকে জনাযায় মোশারফের পরিত্যক্ত ভিটায় সিদ্দিকুর রহমান পড়ে আছে। পরে দ্রুত সেখানে গিয়ে দেখি সিদ্দিকুর রহমানের লাশ পড়ে আছে। পরে ধামরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লাশের ছোরত হাল করে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিষয়ে নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন, আমার স্বামী দীর্ঘদিন পেটের ব্যাথায় ভুগছিল। সে প্রায় পেটের ব্যাথায় উম্মাদ হয়ে যেত। একদিন পেটের ব্যাথা সহ্য   করতে না পেরে বিশ পান করে আত্নহত্যা করার চেষ্টা করেছিল। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে সুস্থ করেছিলাম।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে লাশের ছুরতহাল করে ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রির্পোট পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। তবে এখন একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park