ঢাকার ধামরাইয়ে সিএনজি ও অটো ভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মোঃ নাইম (৯) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে তিনজন।
আজ রবিবার (২৩জানুয়ারী) সন্ধ্যা ৭ টার সময় ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শাইলবাড়ী এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নাইম কাইজার কুন্ডু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিতৃীয় শ্রেণী ছাত্র। নাইম নানার বাড়ীতে থেকে স্কুলে পড়াশোনা করেন বলে নিশ্চিত করেছে তার নানা মোজাম্মেল হক।
নিহত নাঈম এর বাড়ী মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ থানার ফাঁড়িরচর গ্রামের মোঃ রফিক খান। নাঈম ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজার কুণ্ডু গ্রামে নানা দেলোয়ার হোসেনের বাড়ীতে বসবাস করতো। এলাকাবাসি ও পরিবার সুত্রে জানাযায়, আজ বিকালে নানা ও নানীর সাথে নানার শ্বশুর বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় ভাড়ারিয়া ইউনিয়নেে শাইলবাড়ী এলাকায় পৌছালে একটি ভ্যানের সাথে সংঘর্ষ হলে সিএনজির সামনে থাকা নাঈম ছিটকে পড়ে পাশে দেওয়ালের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারাযান।
এতে সিএনজিতে থাকা নানা ও নানী এবং ভ্যান চালক মারাত্মক ভাবে আহত হয়। তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রশিদ উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ওসি স্যারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।