ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের টোপের বাড়ী শর্টসার্টিকের আগুনে আশ্রয়ন প্রকল্পে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শুক্রবার(২৮জানুয়ারি)বিকালে কুশুরা ইউনিয়নের টোপের বাড়ী আশ্রয়ন প্রকল্পে শর্টসার্টিকের আগুন থেকে ১০টি ঘর পুড়ার ঘটনা ঘটে। স্থানীয়দের সুত্রে জানাযায়,আজ বিকালে হঠাৎ করেই আশ্রয়ণ প্রকল্পে আগুনের ধোঁয়া দেখে এলাকার লোকজন এগিয়ে গেলে পরিস্থিতি অনুকূলে না থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এই সময় কুশুরা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগে ১০ টি ঘর পুওে ছাই হয়ে যায়।তবে অগ্নিকান্ডের আশ্রয়ণ প্রকল্পের দশটি ঘর পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।দশটি ঘরে আগুন লেগে প্রায় ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের ধারণা।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা(এসও)মোঃ সোহেল রানা বলেন, দুপুর তিনটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রত সেখানে চলে যায়।প্রায় এক ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।এতে নিহতের কোন ঘটনা ঘটেনি।তবে ১০টি পরিবারে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।