রাজশাহীতে ১০০ জনের মধ্যে নমুনা পরীক্ষায় ৬৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে । গত ২৪ ঘন্টায় ১’ শ ৮৬ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ১’শ ২০ জন। যা শতকরা ৬৪ শতাংশের উপরে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, করোনা ওয়ার্ডে চারজন মারা গেছেন। এদের মধ্যে ২ জন উপসর্গ ও দুইজন করোনা পজেটিভ হয়ে মারা যান। এদের মধ্যে তিনজনের বাড়ি রাজশাহী ও অন্যজনের বাড়ি নওগাঁ জেলায়।
বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১’শ ৪টি বেডের বিপরীতে ৫১ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে করোনা পজেটিভ ২৮ জন। করোনার সংক্রমণ বাড়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে টিকা নেয়ার প্রবণতা বাড়ার পাশাপাশি হাসপাতালে বাড়তে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা।
এছাড়া সংক্রমণ হু হু করে বেড়ে যাওয়ায় শনিবার রাত আটটা থেকে বিপনী বিতান, শপিং মল মার্কেট, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁসহ সবধরনের দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক