দেশে করোনার সংক্রমণ বেড়েছে ২০ গুণ । একইসঙ্গে মৃত্যুর হার বেড়েছে ৪ গুণ। তাই করোনার এ ধারাকে মৃদু বলা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনা মোকাবেলায় একমাত্র সমাধান টিকার প্রয়োগ বাড়ানো। একারণে বুস্টার ডোজের বয়সসীমা কমিয়ে ৪০ বছর পর্যন্ত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ১২ বছরের বেশি বয়সী সবাইকে করোনার টিকা দেয়া হবে। রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।