করোনাভাইরাসের ওমিক্রনের উপধরণ বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। মঙ্গলবার(১ জানুয়ারি)জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
১০ সপ্তাহ আগে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শনাক্ত হওয়ার পর ওমিক্রন বিশ্বব্যাপী করোনাভাইরাসের সবচেয়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। মহামারি সংক্রান্ত আপডেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত মাসে করোনা আক্রান্তদের নমুনার ৯৩ শতাংশে নতুন এ ধরণটি পাওয়া গেছে। এর মধ্যে ওমিক্রনের উপধরণ বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩ পাওয়া গেছে।
জিআইএসএআইডি থেকে গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভে হালনাগাদ করা ওমিক্রনের উপধরণগুলোর মধ্যে ৯৬ শতাংশ বিএ.১ ও বিএ.১.১।
জিআইএসএআইডিতে ৫৭ দেশের জমা দেওয়া জিনোম সিকোয়েন্সে ওমিক্রনের বিএ.২ ধরনটি পাওয়া গেছে। কিছু দেশে এই উপধরণটি ওমিক্রনের চেয়ে দ্রুত বিস্তার লাভ করছে।