চিত্রনায়িকা পরীমণি ভাইরাস জ্বরে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা থাকায় আদালতের কাছে সময় প্রার্থণা করে তার আইনজীবী। এরই প্রেক্ষিতে মামলা শুনানির তারিখ পিছিয়েছে আদালত। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না।
গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার শুনানির তারিখ পিছিয়ে ১ মার্চ করা হয়। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি।
গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।