ঢাকার ধামরাইয়ে দৈনিক যুগান্তর পত্রিকার২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ ফ্রেরুয়ারী) বিকাল ৪ টার সময় ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের চৌরাস্তার একটি অফিসে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এই সময় ধামরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আমতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে এবং আব্দুল গনি সুমন এর উদ্ধোধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টির ঢাকা জেলার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ আবুল হাসেম বকুল, গাংগুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য মোঃ সাদ্দাম হোসেন,মহনা টিভির ধামরাই প্রতিনিধি মোঃ মেহিদী ইমামজান কায়ছার।
প্রতিদিনের সংবাদ পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ আব্দুর রউফ, খবর পত্র পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ ওয়াসিম হোসেন, জাতীয় পার্টির নেতা মোঃ আনোয়ার হোসেনসহ প্রমুখ।