ঢাকার ধামরাইয়ে বাথুলী এলাকা থেকে ২৩ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ৫ হাজার ১০০ শত টাকাসহ আব্দুর রাজ্জাক(৫৫) নামে একজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার(০৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা সুতিপাড়া ইউনিয়নের কৃষ্ণপুরা বাথুলী এলাকা থেকে ২৩ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির টাকাসহ আটক করা হয়। আব্দুর রাজ্জাক ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কৃষ্ণপুরা বাথুলী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাথুলী এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক নামে এক যুবককে ২৩পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ৫ হাজার ১০০ শত টাকার সহ আটক করি। রাজ্জাকের বিরুদ্ধে নিয়মিত আইনে মাদক আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।