বইমেলা এ বছর শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। ঐ দিন বেলা তিনটায় ভার্চুয়ালি অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে বই মেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বেলা ১১টা থেকে মেলা শুরু করারও বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, অন্য বছরের চেয়ে মেলা এক ঘন্টা এগিয়ে এনে দুপুর ২ টায় শুরু হবে। শেষ হবে রাত ৯ টায়। এর আগের বছরগুলোতে মেলা শেষ হতো রাত ৮ টায়।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বলেন, এ বছর মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। অন্যান্য বছর বিকেল তিনটা থেকে শুরু হয়ে মেলা রাত ৮ টা পর্যন্ত চলতো।
১৫ ফেব্রুয়ারি বই মেলার উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও দেবেন। এ বছর ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী সাহিত্যিক এ পুরস্কার পাচ্ছেন।
১৫ তারিখে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। যদিও প্রকাশকদের প্রস্তাব ছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মেলার আয়োজনের।