ভালোবাসা দিবসে টলিউড সুপার স্টার প্রসেনজিৎ-ঋতুপর্ণার একটি সিদ্ধান্তে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শকের বহুদিনের প্রীয় এই জুটি এবার সাত পাকে বাঁধছেন একে অন্যকে। বিশ্ব ভালোবাসা দিবসে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একথা শেয়ার করেন এই তারকা জুটি।
যা রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে চারদিকে। ‘থ’ হয়ে গেছেন দর্শকমহল। সত্যিই কি বিয়ে করতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা- এটি অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। তবে বিশ্বাস না করে উপায় নেই। তারা বিয়ের আগাম নিমন্ত্রণপত্রও দিয়ে ফেলেছেন।
শুভক্ষণেই বিয়ের মত এত বড় সিদ্ধান্তের ঘোষণা ব্যাপক আলোচনার জন্য দিয়েছে। টলিউডের অনেকেই এটাকে সাহসী ঘোষণা বলছেন।
ভালোবাসা দিবসের দিন এই খবর প্রকাশ্যে আসতেই সরগম হয়ে উঠেছে নেট দুনিয়া। আনন্দে আত্মহারা দর্শককূল । কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে , সত্যিই কি বিয়ে করছেন এই তারকা জুটি।না অন্য কিছু ।