ঢাকার ধামরাইয়ে পাছাল মিতালী সংঘ এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় উপজেলার নান্নার ইউনিয়নের পাছাল জামে সমজিদ এর মাঠে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিতালী সংঘ এর পক্ষ থেকে ইউনিয়নের মেধাবী ছাত্রী- ছাত্রীদের বিশেষ মেধা পুরুস্কার প্রদান করা হয়। নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলতাব হোসেন মোল্লার সভাপতিত্বে পাছাল মিতালী সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জায়েদুর রহমান ( রতন) এর উদ্ধোধনায় বক্তব্য রাখেন, ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস।
পাছাল মিতালী সংঘ এর সাবেক সহ- সভাপতি মোঃ আবুল হোসেন, পাছাল মিতালী সংঘ এর সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, পাছাল মিতালী সংঘ এর সাধারণ সম্পাদক মোঃ বাবলুর রহমান, পাছাল মিতালী সংঘ এর সাংগঠনিক সম্পাদক মোঃ দুলালুর রহমান, এলোকেশী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহরাব হোসেন, সাবেক মেম্বার মোঃ আবুল হোসেন, নান্নার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুদ রানা, ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাসান আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ধামরাইয়ে থানার ওসি অপারেশন বাবু নির্মল কুমার দাস বলেন, আজ আমাদের আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায় করি। তিনি আরও বলেন, দেশ থেকে মাদক নির্মুল করতে আমাদের অভিযান চলবে। আপনারা শুধু আপনাদেের ছেলে মেয়েদের খুজ খবর রাখবেন। তারা কোথায় যায়, কি করে সেই খুজ খবর রাখবেন। তারা ঠিক মত লেখাপড়া করে কিন না শুধু মোবাইলে ফেসবুক চালায় সেই দিকে খেওয়াল রাখবেন।
এছাড়া আপনাদের ছেলে- মেয়েদের আঠারো বছরের আগে কারও হাতে মোবাইল তুলে দিবেন না। আপনারা গ্রামবাসীরা আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করবেন। কোথাও কোন মাদক কারবারীকে দেখলে আমাদের ফোন দিবেন আমরা তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।